পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cyclone Asani : 'অশনি' ধেয়ে আসার আগে বোরো ধান দ্রুত তোলার পরামর্শ কৃষি উপদেষ্টার

By

Published : May 9, 2022, 9:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি' ! ইতিমধ্যেই কালো মেঘ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ শক্তিশালী ঘূর্ণিঝড় 'অশনি' ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে । দুর্যোগের ঘনঘটার আগেই চাষিদের কপালে একরাশ চিন্তা । যুদ্ধকালীন তৎপরতায় যন্ত্রের সাহায্য নিয়ে চাষিরা বোরো ধান সময়ের আগেই বাড়িতে তুলতে মরিয়া হয়ে উঠেছেন । রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার চাষিদের পরামর্শ দেন 70 শতাংশ ফলন হলেই ধান কেটে নেওয়ার (State Agriculture adviser on Cyclone Asani)। শুধু বোরো ধানই নয় মাচার ফসলের জমিতে জল জমলে নিকাশির ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি । চাষিদের পাশে প্রত্যেক মুহূর্তে আছে রাজ্য কৃষি দফতর বলে জানান তিনি । এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্য চাষিদের ঠিক মতো বীমা দিচ্ছে না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা । বাংলা শস্য বীমা যেদিন থেকে চালু হয়েছে, উপকৃত হচ্ছে রাজ্যের চাষিরা । ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আছড়ে পড়লে সমস্তরকমভাবেই তৎপর থাকবে রাজ্য সরকার এবং রাজ্য কৃষি দফতর ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details