Job Seekers Agitation: হাইকোর্টের নির্দেশেও নিয়োগ হচ্ছে না, রাজ্য বিজেপির সদর দফতরের সামনে ধরনায় চাকরিপ্রার্থীরা
Published : Sep 11, 2023, 9:23 PM IST
সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে সোমবার ধরনায় বসলেন এসএসসি জিডি কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা (SSC GD Constable 2018)। কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ আধাসামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষায় 2018 সালে পাশ করার পরেও দীর্ঘদিন চাকরি না-পাওয়ায় আন্দোলনে বসলেন তাঁরা ।
সোমবার দুপুরে সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনে হাতে জাতীয় পতাকা নিয়ে ধরনায় বসেন চাকরিপ্রার্থীরা ৷ কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্ত এই পরীক্ষাতে তিনটি ধাপ থাকে । লিখিত, শারীরিক সক্ষমতা এবং মেডিক্যাল। এই তিনটি ধাপের পরীক্ষায় সফল হয়েও নিয়োগ পাননি তাঁরা ৷ সেই দাবিতেই মূলত ধরনা বলে জানান তাঁরা ৷
তাঁদের দাবি, "আমরা এসএসসি জিডি কনস্টেবল পদে 2018 সালের ক্যান্ডিডেট । সবকিছুতে উত্তীর্ণ হওয়ার পরেও সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের জয়েনিং দিচ্ছে না । এর ফলে আমরা দীর্ঘ চার বছর ধরে ভুগছি । এর পরিপ্রেক্ষিতে আমরা কোর্ট কেসও করেছি কিন্তু এখনও সুরাহা হচ্ছে না । সেইজন্যে আমরা বিজেপি দফতরের সামনে এসেছি যাতে আমাদের আওয়াজটা হোম মিনিস্টারের কাছে পৌঁছয় । দিল্লি হাইকোর্টে আমরা কেস করেছিলাম ৷ সেখান থেকে নির্দেশ দিয়েছে চারমাসের মধ্যে আমাদের জয়েনিং দিতে । এরপর 6 থেকে 7 মাস হয়ে গেলেও আমাদের জয়েনিং দিচ্ছে না । এসএসসি অফিসে গেলে তাঁরা বলছেন হোম মিনিস্টারের কাছে যেতে । হোম মিনিস্টার দফতর থেকে বললে আমরা কালকেই জয়েনিং লেটার ইস্যু করব । কিন্তু হোম মিনিস্টার আমাদের কোনও কথাই শুনছেন না । আমাদের কারওরই বাড়ির অবস্থা স্বচ্ছল নয়, যে প্রত্যেকবার দিল্লি গিয়ে আমাদের আন্দোলনটাকে জারি রাখব । আমরা এখানে বসে থাকব তা সেটা যতদিনই লাগুক । ওনাদের যা করণীয় ওনারা করবেন ৷ যদি মেটানোর ব্যবস্থা করেন তাহলে আজকেই চলে যাব । নাহলে আমরা এখানে ধরনায় বসব, এখানেই বসে থাকব ।