Madhyamik Result 2022 : কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় মাধ্যমিকে কলকাতায় প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠি - কলকাতায় প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠি
মাধ্যমিকে মেধাতালিকায় 690 নম্বর পেয়ে চতুর্থ হয়েছে কলকাতার শ্রুতর্ষি ত্রিপাঠি (Madhyamik Result 2022) ৷ রাজ্যে চতুর্থ স্থানে ও কলকাতা থেকে প্রথম হয়েছে শ্রুতর্ষি (Srutarshi Tripathi Ranks fourth in Madyamik Examination from Kolkata) ৷ সে কলকাতার পাঠভবনের পড়ুয়া ৷ পড়াশোনা করতে চায় কম্পিউটার সায়েন্স নিয়ে ৷ আইআইটি বোম্বে থেকে বিটেক করতে চায় সে ৷ শ্রুতর্ষি ত্রিপাঠি বলে, "বিদেশ থেকে পড়ে এসে দেশের সার্বিকভাবে টেকনোলজির উন্নতি করতে চাই ৷" শ্রুতর্ষি পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বই পড়তো এবং পড়ার মাঝে একঘেঁয়েমি চলে এলে কম্পিউটারে গান শুনতো বলে জানিয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST