পশ্চিমবঙ্গ

west bengal

পুজোর ফ্যাশন টিপস

ETV Bharat / videos

Puja Fashion: পুজোয় সেজে উঠুন অভিনব অরগ্যানজা শাড়িতে, কোথায় পাবেন; জানালেন ডিজাইনার স্রোতস্বিনী - পুজোর শাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 10:17 PM IST

Updated : Sep 17, 2023, 8:11 PM IST

আর এক মাস পরেই মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে মাতৃপক্ষের ৷ মা উমার আগমন হবে মর্ত্যে ৷ ঘরের মেয়ে ঘরে ফেরার সেই আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি ৷ প্যান্ডেল হপিং থেকে সাজগোজ, সবকিছুরই প্ল্যান শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ৷ পুজোর ফ্যাশনে টেক্কা দিতে তৈরি হয়ে গিয়েছে বাকেট লিস্ট ৷ এই জেনারেশনের ছেলেমেয়েরা আবার ফ্যাশনের বিষয়ে একটু এগিয়ে ৷ তাই তো নিজের কালেকশনে এক্সক্লুসিভ পোশাক রাখতে সকলেই ছোটেন ফ্যাশন ডিজাইনারের কাছে ৷ ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরতে শাড়ির জুড়ি মেলা ভার ৷ সেই শাড়িকেই ফ্যাশনেবল করে তুলেছেন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার ৷ নানান ডিজাইনের শাড়ি, ব্লাউজ, গয়না দেখলে চোখ আটকে যেতে বাধ্য। তবে, কেউ ড্রেস বানিয়ে দিতে বললেও বানিয়ে দেন তিনি ও তাঁর দলের মেয়েরা। ইটিভি ভারতের সঙ্গে পুজোর ফ্যাশন নিয়ে আড্ডা দিতে গিয়ে নানান ডিজাইনের শাড়ি এবং ব্লাউজের কথা এদিন উঠে এল। যেগুলি পুজোতে শুধু নয়, পরা যাবে অন্যান্য পার্টি কিংবা অনুষ্ঠান বাড়িতেও। পুজোর হাল ফ্যাশন থেকে শুরু করে দামী পোশাকের যত্ন নিয়ে নানা টিপস দিলেন ডিজাইনার স্রোতস্বিনী ৷ 

Last Updated : Sep 17, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details