Durga Puja 2023: মহালয়ায় খুলে গেল মণ্ডপ, দেবীপক্ষের শুরুতেই শ্রীভূমির ডিজনিল্যান্ডে মানুষের ঢল - মহালয়ায় খুলে গেল মণ্ডপ
Published : Oct 14, 2023, 9:08 PM IST
উত্তর কলকাতার খ্যাতনামা পুজোগুলির মধ্যে একটি হল শ্রীভূমি ৷ প্রত্যেকবারের মতো মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ ৷ দেবীপক্ষের সূচনাতেই উমার গায়ে চড়ল গয়না ৷ সন্ধ্যা গড়াতেই পুজো মণ্ডপে নামল মানুষের ঢল ৷ এবারের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম ডিজনিল্যান্ড ৷ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ছোটদের বিনোদনের এই ক্ষেত্র ৷ সেই এক টুকরো ডিজনিল্যান্ডই ধরা দিয়েছে লেকটাউনে ৷ আলোকসজ্জা থেকে মণ্ডপের কাঠামো নজর কেড়েছে সকলের ৷ এই পুজোয় প্রচুর ভিড় হয় ৷ তবে এবারে মানুষদের কোন সমস্যা হবে না বলে দাবি করেছেন পুজোর কর্তা দমকলমন্ত্রী সুজিত বসু ৷ গত 12 তারিখ ভার্চুয়ালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু বলেন," আজকে মহালয়ার দিন দেবীপক্ষে পুজোর উদ্বোধন করা হল ৷ মানুষের জন্য মণ্ডপের দরজা খুলে দেওয়া হয়েছে ৷ অলংকারটা এই পুজোর বিরাট আকর্ষণ ৷ দর্শনার্থীরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে ডিজনিল্যান্ড দেখবেন, ঠাকুরকে দেখবেন এবং ঠাকুরকে পরানো গয়নাও দেখবেন ৷ মহিলা পুরুষ সবাই গয়না দেখতে ভালোবাসে ৷ সব মিলিয়ে পুজো জমজমাট হবে ৷ বিদ্যা বালন আসছেন ৷ নচিকেতা ও দেব থাকবেন ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজা মণ্ডপে আসতে মানুষদের কোন সমস্যা হবে না ৷"