Bhai Phonta 2022: ম্যানগ্রোভ রক্ষায় অঙ্গীকার, পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে গাছফোঁটা দিলেন শিক্ষিকারা - ম্য়ানগ্রোভ
সুন্দরবনের (Sundarbans) বাদাবন (Mangrove Forest) সংরক্ষণের জন্য অভিনব উদ্যোগ ৷ ভাইফোঁটা (Bhai Phonta 2022) উপলক্ষে বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায় ৷ ম্যানগ্রোভ-সহ এলাকার বিভিন্ন গাছে ফোঁটা দিয়ে করা হল অরণ্য ও বন্যপ্রাণ রক্ষার অঙ্গীকার ৷ এই কর্মসূচিতে স্কুলের খুদে পড়ুয়াদের পাশাপাশি অংশ নেন শিক্ষিকারাও ৷ বন বিভাগের অধীনস্ত রামগঙ্গার ইন্দ্রপ্রস্ত গ্রামে নদীর পাড়ে এদিন এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ যার নাম দেওয়া হয়েছে গাছফোঁটা ! এই কর্মসূচি আয়োজনের নেপথ্যে ছিল রামগঙ্গা ফরেস্ট রেঞ্জ ৷ এই প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল বলেন, ম্যানগ্রোভ রক্ষার কাজে স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম আমরা ৷ তাদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে ৷ ওরাই মানুষের পরিবর্তে গাছকে ফোঁটা দিতে চেয়েছিল ৷ আমরা শুধু সহযোগিতা করেছি ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST