পশ্চিমবঙ্গ

west bengal

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়

ETV Bharat / videos

Biman Banerjee: রাজ্যে কর্মসংস্থানের অভাব, বিরোধীদের অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ বিমান - রাজ্যে কর্মসংস্থান

By

Published : Jun 7, 2023, 11:28 AM IST

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকদের ৷ তারপরই বাংলায় কর্মসংস্থানের অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি ৷ বিরোধীদের সেই অভিযোগকে অবশ্য মানতে চাননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় । তাঁর পালটা দাবি, রাজ্য সরকার নানা প্রকল্পের মাধ্যমে প্রচুর লোকের কর্মসংস্থান করছে ৷ 

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে দলের তরফ থেকে দু'লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে ৷ তাঁর ঘোষণা অনুযায়ী ওই পরিবারগুলির কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে । 

মঙ্গলবার দুপুরে বারুইপুরের ধপধপিতে ট্রেন দুর্ঘটনায় মৃত বছর একুশের সৌরভ রায়ের পরিবারের হাতে ওই আর্থিক সাহায্য তুলে দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দোপাধ্যায় । উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ-পৌর প্রধান গৌতম দাস ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র । এ দিন মৃত সৌরভ রায়ের মা ও বাবার সঙ্গে কথা বলেন অধ্যক্ষ । পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তিনি । সেখানে গিয়ে বিমান জানান, ভিন রাজ্যে এখান থেকে যেমন জীবিকার জন্য বহু মানুষ যান ৷ সেরকমই ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে আসেন জীবিকার সন্ধানে । 

ABOUT THE AUTHOR

...view details