Durga Puja 2023: জুটিতে লুটি! অষ্টমীর অঞ্জলিতেও শোভনের শরতে বৈশাখী বাতাস - Baisakhi Banerjee
Published : Oct 22, 2023, 5:36 PM IST
|Updated : Oct 22, 2023, 7:32 PM IST
এই মুহূর্তে তিলোত্তমার অন্যতম আলোচিত 'কাপল' শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় । তাঁদের খুনসুটি নজর কাড়ে প্রত্যেকের ৷ তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ সোশাল মিডিয়ার হটকেক ৷ প্রেয়সীকে যেন চোখে হারান কলকাতার প্রাক্তন মহানাগরিক । পালটা প্রেমিককেও সুখসাগরে ভাসাচ্ছেন অধ্যাপিকা । তাঁদের সম্পর্ক নিয়ে ক্রমশ বিতর্ক বেড়েছে, সঙ্গে বেড়েছে প্রেমও । রবিবার মহা অষ্টমীতেও আলোচনায় সেই জুটি ৷
দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি ৷ আট থেকে আশি, পুজোর উৎযাপনে মাতোয়ারা প্রত্যেকে ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জোয়ারে গা-ভাসিয়েছেন শোভন-বৈশাখীও ৷ রবিবার লেক কালীবাড়িতে পুজোর আমেজে মজলেন যুগলে ৷ রবীন্দ্র সরোবর লাগোয়া প্রসিদ্ধ কালীবাড়িতে অঞ্জলি দিলেন শোভন-বৈশাখী ৷ সঙ্গী মেয়ে মহুল এবং ঘনিষ্টবৃত্তের কয়েকজন ৷ বরাবরই রঙিন মেজাজের শোভন ৷ এদিন পোশাকেও তাল মেলালেন দু'জনে ৷ ধুতি-পাঞ্জাবিতে শোভন যেন পুরোদস্তুর বাঙালিবাবু ৷ কাননের পাশে নজর কাড়লেন বৈশাখীও ৷ বরাবরের মতো শোভনের পাঞ্জাবির রঙের সঙ্গে মিল রেখেই শাড়ি বেছেছিলেন অধ্যাপিকা ৷ অষ্টমীর সকালে ঘিয়ে রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন বৈশাখী ৷ পাটভাঙা শাড়িতে বরাবরের মতোই মোহময়ী শোভনের প্রেয়সী ৷