পশ্চিমবঙ্গ

west bengal

'ছেলেকে ফাঁসানো হয়েছে', অভিযোগ সৌরভের মায়ের

ETV Bharat / videos

JU Student Death Update: 'স্বপ্নদীপের বাবা আমার ছেলেকে ফাঁসিয়েছে!' অভিযোগ সৌরভের মায়ের

By

Published : Aug 12, 2023, 2:16 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানা এলাকার যুবক সৌরভ চৌধুরীকে। শুক্রবার সকাল থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর সন্ধ্যা নাগাদ গ্রেফতার করা হয় সৌরভকে  বলে পুলিশ সূত্রে খবর। এই খবর চন্দ্রকোণা এলাকায় আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। সৌরভের মায়ের দাবি, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে ৷ ফাঁসিয়েছেন স্বপ্নদীপের বাবা। এই ঘটনায় ভেঙে পড়েছেন সৌরভের বাবা নিরূপ চৌধুরী, মা প্রণতি চৌধুরী। সৌরভের মা অভিযোগ করে বলেন, "ছ'বছর ধরে ছেলে পড়াশোনা করছে ৷ যথেষ্ট মেধাবী। তার বিরুদ্ধে আগে কোনও অভিযোগ ছিল না। স্বপ্নদীপের বাবা  আমার ছেলেকে ফাঁসিয়েছে। আমাকে ছেলে শেষ বার ফোন করে জানিয়েছিল, মা আমি কাউকে মারতে পারি না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমার একটাই ভুল স্বপ্নদীপকে হোস্টেলে রাখার ব্যবস্থা করে দেওয়া।"  ধৃত যুবক মেদিনীপুর কলেজিয়েট স্কুল এবং মেদিনীপুর কলেজের প্রাক্তনী ছিলেন বলে জানা গিয়েছে। সৌরভ মেদিনীপুর কলেজে গণিত বিষয়ে স্নাতক পাস করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন 2022 সালে। তবে, 'প্রাক্তনী' হওয়া সত্ত্বেও, যাদবপুরের হস্টেলের দায়িত্বে থাকা সৌরভ-ই স্বপ্নদীপকে 'অতিথি' হিসেবে থাকার ব্যবস্থা করে দেয় বলে দাবি করেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুন্ডু'র । বুধবার রাতে ছেলের মৃত্যুর পর, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌরভের বিরুদ্ধেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। 

ABOUT THE AUTHOR

...view details