Minister Sujit Bose: তারাপীঠ, লোহাপুর ও লাভপুরে নতুন দমকল কেন্দ্র হবে: সুজিত বসু - birbhum news
বীরভূমে বাড়ানো হতে চলেছে দমকল কেন্দ্রের সংখ্যা (birbhum news) । শীঘ্রই এই জেলায় আরও তিনটি নতুন দমকল কেন্দ্র গড়ে তোলা উদ্যোগ নিয়েছে রাজ্য দমকল দফতর । শুক্রবার তারাপীঠে পুজো দিতে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose)। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুজিত বসু জানান, বীরভূমের তারাপীঠ, লোহাপুর ও লাভপুরে নতুন দমকল কেন্দ্র গড়ে তোলা হবে (Three new fire stations will develop in birbhum)। প্রাথমিক পর্যায়ে জমি খোঁজার কাজ শুরু হয়েছে। জমি পাওয়া গেলেই বীরভূমে তিনটি নতুন দমকল কেন্দ্র গড়ে তোলা হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST