পশ্চিমবঙ্গ

west bengal

কাশ্মীরে তুষারপাত

ETV Bharat / videos

Snowfall in Kashmir: প্রবল তুষারপাতে ঢাকল কাশ্মীরের উপরিভাগ, বন্ধ একাধিক রাস্তা - কাশ্মীরে তুষারপাত

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 10:23 AM IST

কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে তুষারপাত ৷ এতটাই বরফ পড়েছে যে, বান্দিপোরা হাইওয়ে-সহ জম্মু প্রদেশের রাজৌরি ও পুঞ্চ জেলার সঙ্গে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার সংযোগকারী 185 কিমি দীর্ঘ সড়কও যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বৃষ্টি আর তুষারপাতের জেরে তাপমাত্রাও অনেকখানি কমে গিয়েছে ৷ রেকর্ড তুষারপাত হয়েছে উত্তর কাশ্মীরের উপরের অংশেও ৷ বিশেষ করে রাজদার টপ এলাকায় ৷ প্রবল তুষারপাতের জেরে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে 85 কিমি দীর্ঘ বান্দিপোরা-গ্রিজ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আবহাওয়া আধিকারিকদের মতে, উপত্যকার উপরের অংশে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলেও সারারাত বৃষ্টি অব্যাহত ছিল ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে রাজদান টপ ও তৎসংলগ্ন অন্যান্য এলাকায় তুষারপাতের জেরে সতর্কতার জন্য বান্দিপোরা-গুরেজ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে ৷  

রাজদানের ওসি ও বিআরও বলেন, "বরফ পরিষ্কার করার জন্য আমরা তৈরি ৷ আবহাওয়ার উন্নতি হলে যান চলাচলের জন্য রাস্তাটি পুনরায় খুলে দেওয়া হবে ৷" আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল 16 অক্টোবর সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পাহাড়ি এলাকায় । যার ফলে ঐতিহাসিক মুঘল সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ সোমবার সকাল দশটা থেকে সোপিয়ান জেলার ডাবজান এবং পিয়ার স্ট্রিটে তুষারপাত ও বৃষ্টি শুরু হয়েছে যা এখনও চলছে । জম্মুর রাজৌরি ও পুঞ্চ জেলার মানুষ সমস্যা পড়েছেন ৷ কারণ কাশ্মীর প্রদেশের সোপিয়ান জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।

ABOUT THE AUTHOR

...view details