পশ্চিমবঙ্গ

west bengal

সান্দাকফুতে তুষারপাত

ETV Bharat / videos

Snowfall in Sandakphu: দার্জিলিংয়ে জি-20 বৈঠকের মাঝে সান্দাকফুতে তুষারপাত

By

Published : Apr 1, 2023, 6:26 PM IST

পর্যটন বিষয়ে জি-20 গোষ্ঠীর সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে দার্জিলিংয়ে ৷ এই বৈঠক শুরুর আগে শুক্রবার মধ্যরাত থেকে তুষারপাত শুরু হয় এই শৈলশহরে ৷ এই নিয়ে গত কয়েকদিনে পঞ্চমবার তুষারপাত হল সান্দাকফুতে ৷ চৈত্র মাসে এমন তুষারপাতে স্বভাবতই উচ্ছ্বসিত পর্যটকরা ৷ শীতের সময় সেভাবে তুষারপাত না-হলেও এবারের তুষারপাতে আনন্দিত পর্যটকরা ৷ আরও পর্যটক এখানে আসতে পারেন বলে মনে করছেন ব্যবসায়ীরা ৷ জি-20 এর এই সামিটে পর্যটনকে গুরুত্ব দিয়ে বিশ্বের মানচিত্রে তুলে ধরার চেষ্টা হবে দার্জিলিংকে ৷ আর ঠিক এই সময়ে সান্দাকফুর তুষারপাত আলাদা মাত্রা এনে দিল এখানে ৷ টানা তুষারপাতে প্রায় আট থেকে দশ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা ৷ আর এই দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা ৷ তবে তুষারপাতের জেরে ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলার রাস্তায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল ৷ উল্লেখ্য, দার্জিলিংয়ে জি-20 গোষ্ঠীর পর্যটন সংক্রান্ত এই সম্মেলনে অংশ নিচ্ছেন একাধিক দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা ৷ সেপ্টেম্বরে দিল্লিতে বসবে জি-20 শীর্ষ সম্মেলন, তার আগে দেশের বিভিন্ন প্রান্ত এরকম ছোট ছোট সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details