Snake Bite: কামড়ের পর জারবন্দি সাপকে নিয়ে হাসপাতালে আক্রান্ত ব্যক্তি - সাপ
জমিতে গিয়ে আচমকায় এক ব্যক্তির পায়ে সাপের ছোবল মারে। বাঁচার তাগিদে সাপ হাতে বাড়িতে ঢুকলেন আহত ব্যক্তি ৷ প্লাস্টিক জারে সাপ নিয়ে সোজা হাসপাতালে গেলেন তিনি ৷ দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকের! চিকিৎসক-সহ হাসপাতালে থাকা রোগীর আত্মীয়রা হকচকিয়ে গিয়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট এলাকায়। জানা গিয়েছে, বিধান রায় নামে ওই কৃষক রাতে ধানের জমিতে জল দেখতে গিয়েছিলেন। তিনি সেইসময় খেয়াল করেননি যে জমির আলে সাপ রয়েছে ৷
দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকায় তাঁর পায়ে সাপটি ছোবল দেয়। একেবারেই ভয়-না পেয়ে তিনি কায়দা করে সাপটিকে ধরে ফেলেন ৷ কোন প্রজাতির সাপ চিনতে না-পেরে তড়িঘড়ি ওই ব্যক্তি সাপটিকে ধরে সোজা বাড়ি চলে এসে প্লাস্টিকের জারে বন্দি করে রাখে। এরপর পরিবারের সদস্যের সঙ্গে তড়িঘড়ি পৌঁছয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। তাঁর হাতে জারবন্দি সাপটিকে দেখে হতবাক হয়ে যান হাসপাতালের সকলেরই। বর্তমানে ওই ব্যক্তি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে সাপটি বিষহীন নাকি বিষধর তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকরা সাপটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।