পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Myanmar Citizens Arrested: কাজের খোঁজে অনুপ্রবেশ, গাইঘাটায় গ্রেফতার মায়ানমারের পাঁচ নাগরিক-সহ ছয় - অনুপ্রবেশ

By

Published : Nov 16, 2022, 7:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

কাজের সন্ধানে অবৈধভাবে ভরতে প্রবেশ করার অভিযোগে মায়ানমারের পাঁচ নাগরিককে গ্রেফতার করা হল (Myanmar Citizens Arrested) ৷ ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন ৷ একরত্তি কোলের সন্তানকে নিয়েই ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি ৷ একইসঙ্গে, এক ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানা (Gaighata Police Station) এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ধৃত মায়ানমারের পাঁচ নাগরিকের মধ্য়ে চারজন হলেন মহম্মদ শফিক, ইয়াসমিন আক্তার, মেহমুদ হোসেন ও মহম্মদ ইয়াস ৷ এই দলটির সঙ্গে 1 বছর ও 3 বছরের দু'টি শিশুও রয়েছে ৷ এছাড়াও এই ঘটনায় ধৃত দালালের নাম শাহিদুল মোল্লা ৷ বাগদা থানার মথুপুর এলাকার এই বাসিন্দা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details