Bomb Recovered in Gosaba: গোসাবায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 6, উদ্ধার তাজা বোমা
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ 24 পরগনার গোসাবায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল 6 জনকে ৷ এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা । গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকার ঘটনা। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন ওই তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা । তিনি স্থানীয় 44 নম্বর বুথের তৃণমূলের সহসভাপতি। এলাকায় গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। গুলির আঘাতে জখম হয়েছে এক যুবক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। পাশাপাশি ওই এলাকায় মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার দাবি, রাজনৈতিকভাবে পারছে না বলে সাইফুদ্দিন মোল্লারা তাঁকে খুন করে এলাকা দখলের চেষ্টা করছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।