Cricket Fans Celebrate পান্ডিয়ার ব্যাটে পাকিস্তান বধ, বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতল ক্রিকেটপ্রেমিরা - Cricket Fans Celebrate
রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে বধ করেছে ভারত । এশিয়া কাপে রবিবার রাতে হার্দিক পান্ডিয়ার হাত ধরে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু । ভারতের এই জয় উদযাপনে মেতে উঠেছে দেশ (Fans Celebrate Indias win)। আর সেই উচ্ছ্বাসের সাক্ষী থাকল শিলিগুড়িও । মাঝরাতেই জাতীয় পতাকা হাতে শহরের রাজপথে নামলেন ক্রিকেট অনুরাগীরা । আর সেই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায় ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST