Football World Cup Final: শিলিগুড়িতে ফুটবল বিশ্বকাপের মহারণ দেখার আয়োজন পৌরনিগমের - ফুটবল বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবলের শেষ খেলায় মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স । গোটা বিশ্ব এখন সেই চূড়ান্ত পর্যায়ের খেলার দিকে তাকিয়ে (Football World Cup)। আর তাই এবার শিলিগুড়িবাসীর জন্য অভিনব উদ্যোগ শিলিগুড়ি পৌরনিগমের । শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত হবে বিশ্ব ফুটবলের মহারণ । রবিবার ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ । ফিফা বিশ্বকাপে গোটা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা লক্ষ্য করা যায় । তাই এবার শিলিগুড়ির ফুটবল প্রেমীদের জন্য শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে ফাইনাল খেলার দিন বাঘাযতীন পার্কে আয়োজিত করা হবে বিশ্ব ফুটবলের মহারণ । ফাইনালের দিন বাঘাযতীন ময়দানের রবীন্দ্র মঞ্চে জায়ান্ট এলইডি স্ক্রিন লাগিয়ে খেলা দেখানো হবে । এছাড়াও খেলা চলাকালীন ফুটবল প্রেমীদের জন্য আয়োজিত হবে ওপেন কুইজ প্রতিযোগিতা ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST