Shantanu Thakur on CAA: রাজ্যে সিএএ লাগু হবেই, মমতা দ্বিচারিতা করছেন; কটাক্ষ শান্তনু ঠাকুরের - সিএএ নিয়ে মমতার সমালোচনা শান্তনু ঠাকুরের
সিএএ আমাদের অধিকার । সংসদে যখন এই আইন পাস হয়ে গিয়েছে তখন কারও অধিকার নেই এভাবে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলার । এরাজ্যে সিএএ লাগু হবেই (Shantanu Thakur on CAA) ৷ রবিবার গাইঘাটার ঠাকুরনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধিতা প্রসঙ্গে তাঁর মন্তব্য,উনি যেটা বলছেন সেটাও সংবিধানবিরোধী । উনি বলতে পারেন না এটা আমি হতে দেব না । এটা শুধু রাজনীতি করছেন । এই দ্বিচারিতা আমরা ভেঙে দেব (Shantanu Thakur criticises Mamata Banerjee on CAA issue)৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST