Flood in Dakshin Dinajpur: নদীবাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুরের একাধিক গ্রাম
Published : Sep 25, 2023, 7:27 PM IST
টানা তিন-চারদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদীর জল ৷ জলের চাপে রবিবার ফাটল দেখা দেয় গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে বাঁধে ৷ সোমবার সকালে সেই বাধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি গ্রাম । বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর থানার পুলিশ।
বাঁধ ভাঙার আগে গ্রামবাসীরা বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফাটল আটকানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ সোমবার সকাল থেকে সেই বাঁধ ভেঙে যাওয়ায় প্রচুর এলাকা প্লাবিত হয় । খবর পেয়ে ছুটে আছে ব্লক প্রশাসন-সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা । গ্রামবাসীদের সাহায্যে কীভাবে দ্রুত ত্রিপল পৌঁছনো যায় তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তবে বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। এই প্রসঙ্গেই গ্রামবাসী রাজা দাস বলেন, "আজ সকাল বেলা হোসেনপুর এলাকার বাঁধ ভেঙে যায় । আমরা বহু চেষ্টা করেছিলাম বাঁধ আটকানোর । কিন্তু কোনও ফল হয়নি ৷ জলের চাপে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ শুনেছি এখানে বিডিও-সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়েছে । তবে এখনও পর্যন্ত ত্রিপল আমাদের কাছে এসে পৌঁছায়নি ৷ শুনেছি ত্রিপল পাঠানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ।"