Student injured in a Clash: কলেজে ছাত্র সংঘর্ষ, আহত 6 - Student injured in a Clash
শুক্রবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ ৷ আহত হয়েছে 6 পড়ুয়া ৷ বেশ কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে (Student injured in a Clash)। গুরুতর জখম অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হসপাতালে চিকিৎসাধীন ওই দু’ছাত্র ৷ অভিযোগ তৃণমূল গোষ্ঠীর ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তুফানগঞ্জ কলেজের ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক সমীর দাস বলেন ওরা বহিরাগত দুষ্কৃতী। ওরা তৃণমূল ছাত্র পরিষদের কেউ না। বাইরে থেকে কলেজে এসে কয়েকজন ছাত্রকে মারধর করেছে। পুলিশে অভিযোগ জানানো হচ্ছে।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST