পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durgapur Dog Row: কুকুরছানা মারতে 'সুপারি', 5টি সারমেয়কে নৃশংসভাবে হত্যা দুর্গাপুরে - street dogs

By

Published : Aug 4, 2022, 12:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

টাকার বিনিময়ে 11টি পথকুকুরকে নর্দমায় ফেলে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠল দুর্গাপুরের একটি আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে পশুপ্রেমীরা । কাঁকসার পানাগড় সংলগ্ন বহুতল আবাসনের বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পথ সারমেয়দের উপর অত্যাচার চালাচ্ছে বলে জানা গিয়েছে । জানা গিয়েছে, সোমবার টাকার বিনিময়ে এলাকার প্রায় 11টি পথকুকুরকে নর্দমায় ফেলে দেওয়া হয় এক বহিরাগতকে দিয়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশুপ্রেমীরা । 6টি সারমেয় শাবককে উদ্ধার করা গেলেও 5টি মারা গিয়েছে । তারপরে ওই আবাসনেরই পশুপ্রেমী রিয়া ভট্টাচার্য, রাজগুরু সিং, নিকি সিং-সহ বেশ কয়েকজন পশুপ্রেমীরা প্রতিবাদে নামে । প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা ৷ পানাগড়ের নৃশংস ঘটনায় এখন নিন্দার ঝড় কাঁকসাজুড়ে (Several dog puppies in a apartment was allegedly thrown in canal in Durgapur) ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details