পশ্চিমবঙ্গ

west bengal

বিপর্যস্ত পাহাড়ের জনজীবন

ETV Bharat / videos

Heavy Rain in Siliguri: পাহাড়জুড়ে রাতভর বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন - ব্লক প্রশাসন

By

Published : May 4, 2023, 2:30 PM IST

রাতভোর টানা ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। বুধবার রাত থেকে পাহাড়জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি। বৃষ্টির কারণে এক ধাক্কায় কমেছে তাপমাত্রা। যার জেরে পাহাড়ের একাধিক এলাকায় ভেঙে পড়ে গাছ। কোথাও আবার ক্ষতি হয়েছে একাধিক বাড়ি-ঘর ৷ বৃহস্পতিবার ভোরে কালিম্পংয়ের গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি এলাকায় রাজ্য সড়কে ভেঙে পড়ে গাছ। যার কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। গাছের সঙ্গে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটিও। কালিম্পংয়ের পাশাপাশি দার্জিলিংয়েও এদিন সকালেও বৃষ্টিপাত। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুখিয়া, মানেভঞ্জন, বিড়িকদাড়া, বিজনবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে, এদিন সকালেও বৃষ্টি হয় কালিম্পং জেলায়। তবে বেলা বাড়লে বৃষ্টি কমে যায়। খবর পেয়ে কালিম্পংয়ের ভুট্টাবাড়ি এলাকার সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করে ব্লক প্রশাসন। প্রায় ঘণ্টাখানেক বাদে গাছ কেটে সরানোর পর রাস্তায় যান চলাচল শুরু হয়। উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে শুক্রবার পর্যন্ত পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। অন্যদিকে, একটি ঘূর্ণিঝড়ও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ৷ তবে তার অভিমুখ কোনদিকে তা স্পষ্ট করে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়নি ৷ 

ABOUT THE AUTHOR

...view details