House Collapsed: দক্ষিণ কলকাতায় বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, গুরুতর আহত দুই
Published : Sep 23, 2023, 5:21 PM IST
ফের কলকাতায় বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। দক্ষিণ কলকাতার দেশপ্রাণ শাসমল রোডে দোতলা বাড়ির সামনের কার্নিশ ভেঙে পড়ে। সেই সময় নীচে দুই ব্যক্তি দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের দু'জনেই ভেঙে পড়া কংক্রিটের চাঁইয়ের আঘাতে আহত হয়েছেন। মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরেই বহু পুরনো জরাজীর্ণ বাড়ির সামনের অংশ ভেঙে পড়েছে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে পৌঁছন। ভাঙা চাঁই সরিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করেন।
তবে তাঁদের শরীরে একাধিক জায়গায় আঘাত লাগায় তাঁদের স্থানীয়রা উদ্যোগ নিয়ে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় দু'জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর দেওয়া হয় স্থানীয় চারু মার্কেট থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ লোহার গার্ডরেল দিয়ে ঘিরে দেন। থানার তরফে বিষয়টি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগকে জানানো হয়। বিল্ডিং বিভাগের ডেমোলেশন স্কোয়াড ঘটনাস্থলে যায়। তারা বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ করছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পজেশন সার্টিফিকেট দিয়ে আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হবে ৷ বাড়িটি ভেঙে ফেলার পর তাঁরা যদি পুনরায় টিনের শেড বানিয়ে সেখানে থাকে, তাতে কোনও সমস্যা নেই ৷
এমন ঘটনা এর আগেও ঘটেছে ৷ প্রশ্ন উঠছে আহত নিহত হলে তবেই কি প্রশাসন নড়ে বসবে? কলকাতা কর্পোরেশনই বা কেন এমন বাড়ি সংস্কারের ক্ষেত্রে মানুষের জীবন রক্ষায় বাড়তি চাপ দিচ্ছে না? নাগরিকদের একাংশ চাইছেন এই সমস্ত বাড়ির সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে আইনি চাপ তৈরি করুক কলকাতা কর্পোরেশন।