পশ্চিমবঙ্গ

west bengal

ডাল লেকে ভয়াবহ আগুন

ETV Bharat / videos

Massive fire in Dal Lake: শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট - ভস্মীভূত হল অন্ততপক্ষে তিনটি হাউজবোট

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 11:41 AM IST

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল কমপক্ষে তিনটি হাউজবোট ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ডাল লেকে ৷ দমকল বাহিনীর এক আধিকারিক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আজ সকালে আমরা খবর পাই, সাফিনা নামের একটি হাউজবোট ডাল লেকের 9 নম্বর ঘাটে পার্ক করা ছিল ৷ সেই বোটে আগুন ধরে গিয়েছে ৷" সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে ৷ তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷ দমকলবাহিনীর এই কর্তা আরও বলেন, "খবর পাওয়া মাত্রই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজও শুরু হয় ৷ ততক্ষণে কয়েকটি হাউজবোটে আগুন ছড়িয়ে গিয়েছে ৷ তবে কারও জখম হওয়া বা প্রাণহানির ঘটনা ঘটেনি ৷"

হাউজবোটগুলিতে আগুন কীভাবে ধরল, তা এখনও জানা যায়নি ৷ কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে জানা না-গেলেও আনুমানিক কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এদিকে, শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের হুমামা এলাকায় একটি তিন তলা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে ৷ এর আগে জুলাই মাসে হাউজবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ সেবারও শ্রীনগরের ডাল লেকেই আগুন লেগেছিল ৷ অগস্ট মাসে রামবান জেলায় আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে ৷ 2 জন আহত হন ৷ সেবার ছোট ঝুপড়িতে আগুন ধরে গিয়েছিল ৷ জম্মু-কাশ্মীরের গানডেরবাল জেলায় একটি সরকারি কলেজে আগুন লাগে জুলাই মাসে ৷

ABOUT THE AUTHOR

...view details