পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kalbaishakhi in Hooghly : কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, সরকারি সাহায্যের আর্জি পরিবারগুলির - সরকারি সাহায্যের আর্জি পরিবারগুলির

By

Published : May 22, 2022, 8:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

হুগলিতে কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হল একাধিক মাটির বাড়ির । ঝড়ে কারও উড়ে গেল বাড়ির চাল, কারও বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ । ফলে বর্তমানে বাড়ি ছাড়া একাধিক পরিবারের লোকজন (Several house damaged in Kalbaishakhi at Hooghly)। স্থানীয় স্কুলে তাদের মিলেছে ঠাঁই । সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারগুলি । গোঘাট -2 নম্বর ব্লকের বদনগঞ্জ, এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সেলামপুর, বৌরাসুল-সহ একাধিক গ্রামের বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়াও ঝড়ের কারণে ইলেকট্রিক তার ছিঁড়ে যায় ফলে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলি । ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এত বড় দুর্ঘটনার সত্ত্বেও ঘটনাস্থলে এখনও আসেনি কোনও রাজনৈতিক নেতৃত্ব, প্রধান বা উপপ্রধান । এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details