Bihar Rail Accident: বিহার রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5, লাইনচ্যুত ট্রেনের 21টি বগি - লাইনচ্যুত ট্রেনের 21টি বগি
Published : Oct 12, 2023, 11:09 AM IST
করমণ্ডল এক্সপ্রেসের সেই বিভীষিকাময় স্মৃতি ফিকে হতে না-হতেই ফের রেল দুর্ঘটনার শিকার হয়েছেন যাত্রীরা ৷ এবারের ঘটনাস্থল বিহারের বক্সার ৷ গতকাল রাত সাড়ে 10টা নাগাদ বিহারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন অন্ততপক্ষে 70 জন যাত্রী। মৃতের সংখ্যা 4 থেকে বেড়ে হয়েছে 5 জন ৷ গতকাল জানা গিয়েছিল ট্রেনটির 6টি কামরা লাইনচ্যুত হয় ৷
কিন্তু আজ সকালে জানা যায়, এক্সপ্রেসের 21টি কামরা লাইনচ্যুত হয় ৷ ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু'টি ছিটকে পড়ে গিয়েছিল লাইনে। দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন প্রশাসন থেকে রেলকর্মী, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীরা ৷ রেলওয়ে জিএম তরুণ প্রকাশ জানিয়েছেন দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, এখনও চলছে উদ্ধারকাজ। পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে ওয়ার রুম, জানিয়েছেন এক রেল আধিকারিক।