Teachers Day 2022: শিক্ষক দিবসে দুস্থ মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান বিদ্যুৎ সংস্থার
শিক্ষক দিবসে (Teachers Day 2022) অভিনব উদ্য়োগ ৷ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) একটি বিদ্যুৎ সংস্থার তরফ থেকে পাঁচ দুস্থ ও মেধাবী ছাত্রীর একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠনের যাবতীয় দায়িত্ব গ্রহণ করা হল ৷ তাদের দেওয়া হল বৃত্তি (Scholarship) ৷ সোমবার এই উপলক্ষে শহরে 'মেধা' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থা 'ইন্ডিয়া পাওয়ার' (India Power)-এর আধিকারিকরা ৷ এদিন যে পাঁচজনের হাতে স্কলারশিপের শংসাপত্র তুলে দেওয়া হয়, তারা হল, জামুরিয়া বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনিন্দিতা মাজি, আসানসোল মহিশিলা ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী রেখা দে, উখরা আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবেদিতা শর্মা, জামুরিয়া শ্রীপুর গার্লস হাই স্কুলের ছাত্রী আলিশা খাতুন এবং কুলটির জলধিকুমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিকিতা শর্মা ৷ সংস্থার ডিরেক্টর সোমেশ দাশগুপ্ত এই প্রসঙ্গে বলেন, "আমরা প্রতিবছর এই দিনটিকেই বেছে নিই ৷ পাঁচজন দুস্থ ও মেধাবী ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয় ৷ প্রতি মাসে তাদের ব্য়াংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় ৷ ওই টাকা দিয়েই তারা একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনার যাবতীয় খরচ বহন করতে পারবে ৷ তৃতীয় কারও কাছে টাকার জন্য হাত পাততে হবে না ৷"
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST