Satyajit Birth Anniversary: একদিন 'রায়' দিবসে আপত্তি গবেষক দেবাশিসের, উঠল 'সত্যজিৎ সপ্তাহ' পালনের দাবি - সত্যজিৎ সপ্তাহ পালন
পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন পালনে শুধুমাত্র ছবি ও মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য দিলেই শেষ হয়ে যায় না। বাংলা চলচ্চিত্রে বিরাট ভূমিকা রয়েছে সত্যজিৎ রায়ের ৷ বাংলা ছবি ও সাহিত্যে তাঁর যা অবদান, সেই স্বীকৃতিকে শ্রদ্ধা জানাতে আরও অনেক বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষ্যে 'সত্যজিৎ সপ্তাহ' পালন করা উচিত। সত্যজিৎ রায়ের নানা বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লেখা ও ছবি-সহ আরও ওঁনার সৃষ্টি তুলে ধরা উচিত বিভিন্ন সেমিনারে। মূলত দেবাশিস মুখোপাধ্যায় সত্যজিৎ রায় নিয়ে গবেষণা করে আসছেন অনেক দিন ধরেই ৷ তাঁর চিত্রনাট্য থেকে তৈরি হওয়া নাটক, সত্যজিৎ রায়ের রেজিও-কে কাজ করা, মিউজিক নিয়ে নানা বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন তাঁর গবেষণায় ৷ তিনি জানান, 1961 সালে স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়, ভয়েসের মাধ্যমে রেডিও বায়োগ্রাফি অফ টেগর বলে একটি অনুষ্ঠান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন তুলে ধরে ছিলেন তিনি ৷ পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর সত্যজিৎ রায় সবচেয়ে বেশি চিঠি লিখেছিলেন। তিনি প্রত্যেকের চিঠির উত্তর দিয়েছিলেন। আমার মনে হয়, একজন মানুষজকে চেনা যায় তাঁর চিঠি দেখে। অনেক ব্যক্তিগত তথ্য উঠে আসে। সত্যজিৎ রায়ের গবেষণা নিয়ে আরও অনেক তথ্য গবেষক দেবাশিস মুখোপাধ্যায় ভাগ করে নিয়েছেন ইটিভি ভারতের সঙ্গে ৷