Durga Puja 2023: বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজো, জাঁকজমকপূর্ণভাবে নবপত্রিকার স্নানযাত্রা; দেখুন ভিডিয়ো - Durga Puja pandals
Published : Oct 21, 2023, 11:36 AM IST
আজ মহাসপ্তমী । আর সপ্তমী মানেই মণ্ডপে মণ্ডেপে নবপত্রিকার স্নানের তোড়জোড় । সকাল থেকে কান পাতলেই শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ, মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনি। জলাশয়গুলিতে উপচে পড়া ভিড় । ঘাটে ঘাটে হল নবপত্রিকার স্নান। নতুন সাজে সজ্জিত হয়ে আবাল বৃদ্ধ বণিকরা একযোগে মেতে উঠেছে আনন্দ উৎসবে। পুরোহিতের মুখে শোনা গেল বৈদিক মন্ত্র উচ্চারণ ।
9টি বৃক্ষকে একসঙ্গে নিয়ে হয় নবপত্রিকার স্নানযাত্রা। মূলত মা দুর্গার আরাধনার সঙ্গে সঙ্গে এই স্নানযাত্রায় প্রকৃতিকেও পুজো করা হয়। বছরভর অপেক্ষার পর আনন্দ মুখর বঙ্গ রমণীরা ঢাকের তালে নেচে নেচে নবপত্রিকা স্নানে অংশ নেন ৷ শনিবারও সেই ছবির অন্যথা হল না ৷ সবকিছুই জানান দিল যে ঘরের মেয়েকে ঘরে পেয়ে আবাহনে কোনও কসুর রাখেনি বাংলাবাসী ।
সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের দেখা মিলল কলকাতার কাশিপুর থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। কাশিপুরে প্রায় 43 বছরের পুরনো ক্লাব হরেকৃষ্ণ শেঠ পল্লি লেনের সব মহিলারা এ দিন ভোরে লাল পাড় সাদা শাড়ি পড়ে ঘাটে আসেন । ঢাকের বাদ্দিকে সঙ্গে নিয়েই চলে তাঁদের নবপত্রিকা স্নান ।