Mithun Chakraborty: সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সংয়ের উদ্বোধনে মিঠুন চক্রবর্তী
কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর (Santosh Mitra Square Club Durga Puja) থিম সংয়ের উদ্বোধন করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (BJP Leader Mithun Chakraborty) । সন্তোষ মিত্র স্কয়ারের এবারের থিম সং 'গৌরী এসেছে' । মধ্য কলকাতার নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো । এই বছর 87তম বর্ষে পদার্পণ করল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো । এবারের থিম দিল্লির লালকেল্লা । স্বাধীনতার 75তম বছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi ka Amrit Mahotsav) । তার সঙ্গে সাযুজ্য রেখেই এই বছরের পুজোর ভাবনা । এই পুজোর প্রধান উদ্যোক্তা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷ জানা গিয়েছে যে আজ শহরের আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখবেন মিঠুন চক্রবর্তী ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST