Sudarsan Pattnaik: পুরীর বালুকাবেলায় ফের তাক লাগালেন সুদর্শন পট্টনায়েক ! বালি ভাস্কর্যে তুলে ধরলেন নয়া সংসদ ভবন
তাক লাগানো শিল্পকর্মে ফের একবার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আদায় করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। রবিবার অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে পুরীর সৈকতে বালি ভাস্কর্যে ফুটে উঠল নতুন সংসদ ভবন ৷ সৌজন্যে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ পুরীর বালুকাবেলায় নতুন সংসদ ভবনের প্রতিরূপ তৈরি করলেন তিনি। সেঙ্গল, লোকসভা-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিরূপ তাঁর শিল্পের মাধ্যমে তুলে ধরলেন তিনি। দেশবাসী আরও একবার কুর্নিশ জানাল বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকের তার তাক লাগানো শিল্পকর্মকে। পুরীর সৈকতে সংসদ ভবনের প্রতিরূপ তৈরির একটি ভিডিয়ো রবিবার সকালে তিনি ভিডিয়ো টুইট করেছেন ৷ তাঁর এই শিল্পকর্ম মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
অপরূপ এই বালু ভাস্কর্য দেখে স্তম্ভিত নেটপাড়া। বরাবরই বিশেষ দিনে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে তাঁর শিল্পীসত্ত্বার ছাপ রাখেন। যা দেখতে ভিড় ডমান প্রচুর সংখ্যক পর্যটক। তিনি এদিন টুইটে লেখেন, "নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, জাতির প্রতি আপনার উৎসর্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি'কে অভিনন্দন। আমাদের হৃদয় গর্বে ভরে উঠেছে কারণ আমরা স্বাধীনতার 75 বছর পর আমাদের নিজস্ব নির্মিত সংসদ, 'আমার সংসদ আমার গর্ব' বার্তা সহযোগে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে রইল আমার বালুশিল্প।"