Good Friday and World Health Day: বালি ভাস্কর্যে বিশ্ব স্বাস্থ্য দিবস ও গুড ফ্রাইডে-র শুভেচ্ছা বার্তা সুদর্শনের - সুদর্শন পট্টনায়ক
আজ একইসঙ্গে বিশ্বজুড়ে পালিত হচ্ছে স্বাস্থ্য দিবস ও গুড ফ্রাইডে ৷ একদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 75 বছরে পদার্পণ অন্যদিকে, ক্রুশ বিদ্ধ ভগবান যীশুর মৃত্যু যন্ত্রণাকে স্মরণ করে পালিত হচ্ছে গুড ফ্রাইডে ৷ দুটি দিনকে ঘিরেই ফ্রাইডে উপলক্ষ্যে শুক্রবার সমুদ্র সৈকতে বালির ভাস্কর্য তৈরি করেছেন বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ এদিন পুরীর সমুদ্র সৈকতে বালির মধ্যে তিনি ফুটিয়ে তোলেন যীশুখ্রীষ্ট ও ক্রুশের ছবি ৷ যার পাশে লেখা গুড ফ্রাইডে ৷ এর মাধ্যমেই শান্তির বার্তা দিয়েছেন তিনি ৷
একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য দিবসের বার্তাও দিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ এই বছর 'হু' তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 75 বছরে পদার্পণ করেছে ৷ সেই উপলক্ষ্যে বালির মধ্যে শিল্পী লিখেছেন স্বাস্থ্য সকলের জন্য ৷ এই শিল্পের মাধ্যমে বিশ্বব্যপী স্বাস্থ্য় পরিষেবার ক্ষেত্রে 'হু'-র ভূমিকা তুলে ধরেছেন তিনি ৷ কয়েকদিন আগেই রামনবমীতে বালি ভাস্কর্যে দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছিলেন শিল্পী ৷ বালিতে ফুটিয়ে তুলেছিলেন রামচন্দ্রের মূর্তি ও অযোধ্যার নবনির্মিত রাম মন্দির ৷ যা দেখতে পর্যটকরাও বেশ ভিড় জমিয়েছিলেন সমুদ্র সৈকতে ৷