বালিতে বিশ্বকাপের প্রতিকৃতি, মহারণের আগে রোহিতদের শুভেচ্ছা জানালেন সুদর্শন - শুভেচ্ছা জানালেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক
Published : Nov 17, 2023, 10:31 PM IST
|Updated : Nov 17, 2023, 11:06 PM IST
রবিবারের বিশ্বকাপ ফাইনালের জন্য় এখন দিন গুনছে গোটা ভারত ৷ আমেদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ তৃতীয়বার জয় তুলে নিতে মরিয়া ভারত ৷ আবার ষষ্ঠ জয় তুলে নিতে আগ্রাসী অস্ট্রেলিয়াও ৷ তাই লড়াই যে জমে যাবে তা বলাই বাহুল্য ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি চুড়ান্ত পর্বের লড়াইয়ের আগে তাঁদের শুভেচ্ছা জানালেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ পুরীর বালুতটেই তিনি ফুটিয়ে তুললেন বিশ্বকাপ ট্রফির এক বিশাল প্রতিকৃতি ৷ 500টি স্টিলের বাটি এবং 300 বল ব্যবহার করা হয়েছে এই প্রতিকৃতিটি তৈরি করতে ৷ সেজন্য় আরও সুন্দর হয়েছে এই প্রতিকৃতিটি ৷ ভাস্কর্যটির দৈর্ঘ্য প্রায় 56 ফুট ৷ পুরীর নীলাদ্রি বেলাভূমিতে রীতিমতো মানুষের ভিড় জমে গিয়েছিল এই ভাস্কর্যটি দেখার জন্য় ৷ টানা দশটি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল ৷ রোহিতের নেতৃত্বাধীন ভারত টুর্নামেন্টে এখনও অজেয় ৷ সকলের আশা এই অজেয় দৌড় বজায় রাখুক মেন ইন ব্লু ৷ ঘরের মাটিতে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিক টিম ইন্ডিয়া ৷ সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন খেলোয়াড়দের ৷ তালিকায় যোগ দিলেন সুদর্শনও ৷