পশ্চিমবঙ্গ

west bengal

বালিতে চন্দ্রযান 3

ETV Bharat / videos

Chandrayaan 3 Sand Art: 10 টন বালিতে পুরীর সৈকতে চন্দ্রযান 3, ইসরোকে শুভেচ্ছা সুদর্শন পট্টনায়ক ইনস্টিটিউটের - Chandrayaan 3

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:42 AM IST

Updated : Aug 23, 2023, 12:19 PM IST

চন্দ্রযান 3-এর সফল অবতরণের জন্য বালুশিল্পের মাধ্যমে শুভকামনা জানালেন প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের ছাত্রছাত্রীরা ৷ চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর অবতরণ এখন কেবল সময়ের অপেক্ষা ৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ৷ আজ সন্ধ্যায় সেই মহাজাগতিক মুহূর্তের শরিক হবে দেশ তথা সমগ্র বিশ্ব। তার মধ্যেই মঙ্গলবার পুরীর নীলাদ্রি সমুদ্রসৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের স্যান্ড আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বালিশিল্পের মাধ্যমে ইসরোকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ৷

প্রায় 10 টন বালি দিয়ে 15 ফুট দৈর্ঘ্য ও 10 ফুট উচ্চতার এই আকর্ষণীয় বালি ভাস্কর্যটি তৈরি করা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে যে কীভাবে চন্দ্রযান 3 কক্ষপথ অতিক্রম করে চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ এই বালুর কারুকাজ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা ৷ নিজেরা দেখার পাশাপাশি মোবাইল ও ক্যামেরায় তা বন্দি করেও নিয়ে যাচ্ছেন পর্যটকরা ৷

চন্দ্রযানের ল্যান্ডিং ঘিরে বেশ কয়েকদিন ধরেই দেশে উত্তেজনার পারদ চড়ছে । এরইমধ্যেে ল্যান্ডিংয়ের দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ইসরো। তাদের ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে চন্দ্রযানের ল্যান্ডিং দেখানো হবে। সরাসরি সম্প্রচার করবে দূরদর্শনও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও তাদের পড়ুয়াদের এই বিশেষ মুহূর্ত দেখাতে চায়। তার জন্য বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। সবমিলিয়ে ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষায় দেশ।        

Last Updated : Aug 23, 2023, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details