World Tourism Day 2023: 'মানচিত্রে যোগ হোক আরও সুন্দর জায়গা', বিশ্ব পর্যটন দিবসে বালি ভাস্কর্যে বার্তা শিল্পীর - বার্তা শিল্পী
Published : Sep 27, 2023, 2:29 PM IST
আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছর 27 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পর্যটন দিবস হিসেবে পালিত হয়। যে স্থানে যত বেশি মানুষ বেড়াতে যাবেন, পর্যটকদের সুবিধার জন্য উন্নত মানের পরিকাঠামোও তৈরি হবে সেখানে। এভাবেই কোনও জায়গার পর্যটন শিল্প ধীরে-ধীরে প্রসার লাভ করে। বুধবার খ্যাতনামা বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ভাস্কর্যে ফুটিয়ে তুললেন 'বিশ্ব ট্যুরিজম ডে' ৷ সেইসঙ্গে এই বিশেষ দিনে শিল্পী পর্যটন সম্পর্কে দিলেন সচেতনতার বার্তাও। তিনি পুরীর নীলাদ্রি সমুদ্র সৈকতে প্রতিবারের মতো স্যান্ড আর্ট তৈরি করলেন। যে কোনও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে পর্যটন।
এমনিতে বিশেষ দিনগুলোতেও বালি ভাস্কর্যে বিশেষ বিশেষ বার্তা তুলে ধরেন সুদর্শন ৷ তাঁর এদিনের বার্তা, "পর্যটন মানচিত্রে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ আরও জায়গা যেন যুক্ত করা যায়। প্রকৃতি আমাদের অনেক সুন্দর জায়গা উপহার দিয়েছে। আপনি সেইসব জায়গায় গিয়ে অনেক মজা করেন এবং অনেক কিছু শেখেন। এর মাধ্যমে প্রকৃতি এবং প্রাণী রক্ষা সম্পর্কে জ্ঞান লাভ হয়। মানুষ পরিবেশ ও প্রাণীর সুরক্ষায় সচেতন হয় এবং তা সুরক্ষিতও হয়।" 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের সূচনা করে। জাতীয় পর্যটন দিবস পালিত হয় 25 জানুয়ারি ৷