Salman at Kolkata: কলকাতা ইজ টু হট! তিলোত্তমায় ভালোবাসায় ভাসলেন ভাইজান - দাবাং দ্য ট্যুর রিলোডেড
চারদিকে আলোয় আলোময়। যেদিকে তাকানো যায় কাতারে কাতারে লোক। 'দাবাং: দ্য ট্যুর-রিলোডেড'- অনুষ্ঠানে গা ভাসাল শহর কলকাতা ৷ সলমন খানের আগে মঞ্চ মাতিয়ে গেলেন মনীশ পল, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুশ শর্মা, প্রভু দেবা, সোনাক্ষী সিনহারা । প্রভু দেবা নাচলেন 'উর্বশী উর্বশী' থেকে বাংলা ছবি 'গোত্র'র 'রঙ্গবতী' গানের সঙ্গেও। সোনাক্ষী সিনহা কখনও নাচলেন গোবিন্দা গানে আবার কখনও সলমনের সঙ্গে নাচলেন 'তেরে মস্ত মস্ত দো নয়ন' গানে ৷ এ ছাড়াও 'গেন্দা ফুল' গানে জ্যাকলিনের ঠুমকা মন কেড়েছে শহরবাসীর ৷ এরপরেই ভাইজান স্টেজে উঠতেই মুখরিত হয় লাল হলুদ চত্বর। সল্লু ভাইয়ের 'ম্যায়নে প্যায়ার কিয়া' থেকে শুরু করে 'হাম আপকে হ্যায় কৌন', 'দাবাং'-সহ আরও অনেক গানে জমিয়ে দিলেন এই দিনের সন্ধ্যা ৷ কলকাতার উদ্দেশ্যে বলেন, "কলকাতা ইজ টু হট, আই লাভ ইউ কলকাতা।" দীর্ঘ 13 বছর পর কলকাতায় এসে অনুরাগীদের মন জয় করে নিলেন ভাইজান ৷ মাইক হাতে কখনও 'ম্যায় হু হিরো তেরা' পোজ আবার কখনও 'জগ ঘুমেয়া..' স্টাইলে বিশেষ বিশেষ মুহূর্ত উপহার দিয়েছেন সল্লু মিঞাঁ ৷ পাশাপাশি অনুষ্ঠানের শেষে তাঁকে ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। সলমনকে লাল হলুদ উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষ্ণা চক্রবর্তী। মঞ্চে ওঠেন ইস্টবেঙ্গলের কর্তা নীতু সরকার এবং ক্লাবের অন্যান্য কর্তা ব্যক্তিরা।