ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

video thumbnail
সজল ঘোষ

ETV Bharat / videos

Sajal Ghosh on Abhishek: 'পিসির লঙ্কায় আগুন দিচ্ছে ভাইপো, মুখপোড়া হনুমানের মতো অবস্থা হবে', বললেন সজল - পিসির লঙ্কায় আগুন দিচ্ছে ভাইপো

author img

By

Published : May 7, 2023, 9:57 AM IST

Updated : May 7, 2023, 10:35 AM IST

"পিসির লঙ্কায় আগুন লাগাচ্ছে ভাইপো ৷ এরপর অবস্থা মুখপোড়া হনুমানের মতো হবে", জনসংযোগ যাত্রা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ ৷ শনিবার সন্ধ্যায় ব্যারাকপুরে বিজেপি জেলা সাংগঠনিক সভায় তিনি বক্তৃতা দেন ৷ অভিষেককে কটাক্ষ করে জানান, নিজের ব্যালট নিজে সামলাতে পারে না সে আবার হবে পাহারাদার ! পাশাপাশি তৃণমূকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও আক্রমণ করেন সজল ৷

তাঁর অভিযোগ, বাংলার ঘরে ঘরে বেকার ও কম উপার্জনক্ষণ সন্তান রয়েছে । তাই বাধ্য হয়ে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার জন্য ভিখারির মতো লাইনে দাঁড়াতে হয় ৷ গোটা বিষয়টিকে তিনি লক্ষ্মীর ব্লান্ডার হিসেবে ব্যাখ্যা করেন। তবে তিনি উপস্থিত জনতাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার পরামর্শ দেন ৷ সজল ঘোষ, বলেন, "কিন্তু আপনারা নেবেন, ছাড়বেন না ৷" তৃণমূল নেতাদের চেনার উপায় নিয়ে তিনি জানান, আগে তাদের ওজন 30 কিলো ছিল ৷ এখন তাঁদের দেখতে কলাগাছের মতো হয়েছে ৷ অন্য একটি প্রসঙ্গে সজল জানান, রাজ্যের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে কটাক্ষ করেন ৷

Last Updated : May 7, 2023, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details