Durga Puja 2023: সাহেববাগান মিলন সমিতিতে ফুটিয়ে তোলা হয়েছে এক টুকরো গ্রাম - Saheb Bagan Milan Samity celebrate durga puja 2023
Published : Oct 19, 2023, 7:02 PM IST
পুজো মানেই থিমের রমরমা ৷ থিম যুদ্ধের মাঝে হাওড়ার বালির নিশ্চিন্দার একটি গ্রামে তুলে ধরা হয়েছে এক টুকরো গ্রাম বাংলা ৷ সেখানে যতদূর চোখ যায় শুধু সবুজ ৷ বলা যায় গ্রামবাংলার সবুজকে তুলে ধরা হয়েছে হাওড়ার বালির সাহেববাগান মিলন সমিতিতে ৷ পুজোর সেক্রেটারি দীপ্তব্রত দত্ত ইটিভি ভারতকে বলেন, "মানুষের পরিবর্তন হচ্ছে । তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে গ্রামের মানুষের জীবন ধারা । এবার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই সভ্যতা শহরবাসীর সঙ্গে পরিচয় করাতেই এই থিমের চিন্তা ভাবনা ৷" সাহেববাগান মিলন সমিতির মণ্ডপটি তৈরি হয়েছে হোগলা পাতা দিয়ে ৷ দেখা যাবে মৌচাক ও মৌমাছি ৷
পুজো উদ্যোক্তার কথায় যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছুর পরিবর্তন হচ্ছে ৷ আজকের প্রজন্ম প্রকৃতির কোলে পিঠে বেড়ে ওঠার সুযোগ পায় না ৷ ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে বর্তমান প্রজন্ম বড়ই যান্ত্রিক ৷ তাই তাদের মৌমাছি, মৌচাক, ঘন হোগলা পাতার জঙ্গল এসবই পুঁথিগত ৷ তাদের কথা ভেবেই পুজোর থিমেও মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সংস্কৃ্তি ও এক টুকরো প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন সাহেববাগান মিলন সমিতির পুজো উদ্যোক্তারা ৷