পশ্চিমবঙ্গ

west bengal

সাগরদিঘি উপনির্বাচন

ETV Bharat / videos

Sagardighi Bye-Election Result: সাগরদিঘিতে চলছে গণনা, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল নির্বাচন কমিশনের অন্দরমহল - সাগরদিঘি

By

Published : Mar 2, 2023, 11:23 AM IST

চলছে সাগরদিঘি বিধানসভায় কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা (Sagardighi Bye Election Result) । আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ভোট গণনা পর্ব । নির্বাচনে ছিল 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ তার মধ্যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছিল স্ট্রং রুম এবং গণনার জন্য । বৃহস্পতিবার গণনা কেন্দ্র থেকে পাওয়া খবর অনুসারে, প্রথম রাউন্ড থেকেই এগোতে শুরু করেছেন কংগ্রেসের বাইরণ বিশ্বাস (Congress) । দ্বিতীয় স্থানে তৃণমূল (TMC) এবং তৃতীয় স্থানে বিজেপি (BJP) ।  প্রথম রাউন্ডে 13 হাজারের মতো ভোট গণনা হয়েছে । এর মধ্যে বড় সংখ্যা ভোট পড়েছে নোটাতে । পরপর কয়েকটি রাউন্ডে এগিয়ে যেতে থাকে কংগ্রেস ।  

গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা । 246টি বুথ এবং 16টি টেবিলে মোট 16টি রাউণ্ড গণনা হবে । ইতিমধ্যেই শেষ হয়েছে কয়েক রাউন্ডের গণনা । নির্বাচন কমিশনের একটি সূত্র বলছে, বেলা 12টা থেকে 12.30 টার মধ্যে সম্পূর্ণ হতে পারে গণনা। কারও কারও ধারনা ফলাফল সম্পূর্ণ জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ভোট গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনওরকমের কোন আইনশৃঙ্খলার অবনতি না হয়, তাই সবরকমের নিরাপত্তা নেওয়া হয়েছে । ইভিএম গোনার আগে পোস্টাল ব্যালটে গোনা হয়। তাতে জয়ী হয়েছে কংগ্রেস ৷ এখন দেখার শেষমেশ কার দখলে যায় সাগরদিঘি ! কংগ্রেসের প্রার্থী যদি শেষ পর্যন্ত জেতেন তাহলে চলতি বিধানসভায় নিজেদের প্রথম প্রতিনিধি পাবে শতাব্দী প্রাচীন দল ।

ABOUT THE AUTHOR

...view details