পশ্চিমবঙ্গ

west bengal

চলন্ত গাড়িতে আগুন

ETV Bharat / videos

Running Car Catches Fire: রাস্তায় চলন্ত গাড়িতে হঠাৎ আগুন মহারাষ্ট্রে - Running car suddenly catches fire in Maharashtra

By

Published : Apr 1, 2023, 2:28 PM IST

চলন্ত গাড়িতে হঠাতই লেগে গেল আগুন ৷ তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি । শনিবার সকাল 9 টা নাগাদ মহারাষ্ট্রের বিডের ধারুর ঘাট এলাকায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে ৷ গাড়িতে আগুন জ্বলতে দেখে আশেপাশের লোক জড়ো হয়ে যায় ৷ যে যার মোবাইল বের করে ভিডিয়ো করতে থাকে ৷ জানা গিয়েছে, মাজলগাঁওয়ের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ যাওযার সময় ধারুর ঘাটের একটি মোড়ে হঠাৎ আগুন ধরে যায় তাতে ৷ বিড জেলার সবচেয়ে কঠিন ঘাট এটি । এই জায়গায় প্রতিদিনই কিছু না কিছু ঘটে। এই স্থানে অনেক পথ দুর্ঘটনা ঘটতে দেখা যায় । তবে এটা কার গাড়ি ছিল? কী কারণে আগুন লেগেছে? গাড়িতে কী কেউ ছিল? সেই তথ্য এখনও পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details