পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Car Catches Fire: জামুড়িয়ার জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন - Running Car Catches Fire at Jamuria NH

By

Published : Jan 16, 2023, 11:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

জামুড়িয়ার গোবিন্দ নগর মোড়ে জাতীয় সড়কে আগুন ৷ সোমবার রাতে একটি চলন্ত মারুতি গাড়িতে আচমকায় আগুন লাগে। চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিধ্বংসী আগুনে গাড়িটি নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার পরই স্থানীয়রা খবর দেন পুলিশ (Jamuria Police) ও দমকল বিভাগে ৷ খবর পেয়ে তড়িঘড়ি জামুড়িয়া থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপরই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়ির চালক। দমকল বিভাগের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, ব্যাটারির শর্ট সার্কিটের জেরেই ওই গাড়িতে আগুন লাগে। উল্লেখ্য, এর আগে গত জুন মাসে বিধ্বংসী আগুনের জেরে জামুড়িয়া সংবাদের শিরোনামে এসেছিল। একের পর এক ট্রান্সফর্মারে আগুন লেগে যাওয়ার ঘটনায় ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ইসিএলের চারটি বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার। আর তার জেরে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷ এরপর দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টাতে প্রায় দু’‌ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details