পশ্চিমবঙ্গ

west bengal

যুবকের প্রাণ বাঁচালেন আরপিএফ

ETV Bharat / videos

RPF saves Youth Life: চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা, যুবকের প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিয়ো - who tries to get out of moving train and fell down

By

Published : Feb 20, 2023, 11:23 AM IST

ট্রেনে কাটা পড়া থেকে অল্পের জোরে প্রাণে রক্ষা পেলেন এক যুবক (RPF saves Youth Life) ৷ আরপিএফের তৎপরতায় বাঁচল তাঁর প্রাণ ৷ চলন্ত ট্রেনের নীচে ঢুকে যাচ্ছিলেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে (Brahmapur railway station) ৷ এই হাড়হিম করা দৃশ্যটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ।  ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে একটি যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন ৷ আর সেই সময় একজন আরপিএফকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ওই সময়ই এক যুবক চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন এবং সোজা ট্রেনের চাকার দিকে চলে যাচ্ছিলেন তিনি । সঙ্গে সঙ্গে ছুটে আসেন এক আরপিএফ কর্মী ৷ মুহূর্তের মধ্যে যুবককে উদ্ধার করেন তিনি । ফলে প্রাণ বেঁচে যায় ওই যুবকের ৷ উদ্ধার হওয়া যুবক অসমের বাসিন্দা ৷ তাঁর নাম জয়শ মুণ্ডা। বয়স 34 বছর ৷ তথ্য অনুযায়ী রবিবার দুপুর 12:32 মিনিটে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে 1  নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় একটি ট্রেন । জয়শ তাঁর স্ত্রীকে নিয়ে সাধারণ টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন । তিনি জাকালাবন্দ থেকে চেন্নাই যাচ্ছিলেন । কিন্তু জয়শ, ব্রহ্মপুরে নেমে অন্য ট্রেনে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেন । ট্রেন থামার আগেই ট্রেন থেকে নামার চেষ্টা করেন ৷ আর সেসময় নিচে পড়ে যান তিনি । আরপিএফ কর্মী সূর্যকান্ত সাহু প্ল্যাটফর্মে ডিউটি ​​করার সময় ওই যুবককে রেললাইনে পড়ে যেতে দেখতে পান ৷ ছুটে এসে তাঁকে উদ্ধার করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details