পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2023

ETV Bharat / videos

Durga Puja 2023: রোনাল্ডিনহোর উপস্থিতিতে শ্রীভূমি যেন এক টুকরো ব্রাজিল, সাম্বার ছন্দে কিংবদন্তি - শ্রীভূমির পুজো

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 4:45 PM IST

লেকটাউন শ্রীভূমির পুজোতে হাজির ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহো ৷ গতকালই তিনি তিলোত্তমায় পা রেখেছেন ৷ রবিবারই জানা গিয়েছিল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অর্থাৎ সুজিত বসুর পুজোতেও হাজির হবেন রোনাল্ডিনহো ৷ সেই মতোই আজ দুপুরে লেকটাউন শ্রীভূমির পুজোর হাজির হন ফুটবলের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো ৷ তাঁর উপস্থিতিতে শ্রীভূমি যেন হয়ে ওঠে এক টুকরো ব্রাজিল ৷ এত মানুষের উচ্ছ্বাস দেখে রীতিমতো আবেগে ভাসতে দেখা যায় ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে। সেরা উৎসবের মাঝে অন্যতম পছন্দের তারকা ফুটবলার শহরে আসায় ফুটবল কলকাতার আনন্দের সীমা নেই ৷ 

ক্লাবের উদ্যোগে এদিন মণ্ডপ প্রাঙ্গনেই রাখা হয়েছিল সাম্বা ডান্সের আয়োজন সঙ্গে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বাগত জানানো হয় ফুটবলের এই জাদুকরকে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন স্মারকসম্মান-সহ পুষ্পস্তবক। যা দেখে রীতিমতো উচ্ছ্বাস ধরা পড়ে, বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকার চোখে। ব্রাজিলের ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়কে এত কাছ থেকে দেখে উন্মাদনা লক্ষ্য করা যায় ব্রাজিল সমর্থক থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষদের মধ্যেও। 

একবার স্বচক্ষে ফুটবল তারকাকে দেখতে ও মোবাইলবন্দি করতে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ। এত মানুষের উচ্ছ্বাস ফুটবলের প্রতি ভালোবাসা দেখে আপ্লুত ব্রাজিলিয়ান ফুটবলস্টার রোনাল্ডিনহো বলেও জানা গিয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। এদিন কিংবদন্তির সঙ্গে ছিলেন পুজো উদ্যোক্তা সুজিত বসু ৷ 

ABOUT THE AUTHOR

...view details