Cooperative Bank Robbery: দিনেদুপুরে সমবায় ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাতদলের - সমবায় ব্যাঙ্কে ডাকাতি
Published : Sep 13, 2023, 10:59 PM IST
দিবালোকে ফিল্মি কায়দায় সমবায় ব্যাংক ডাকাতি ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চকলালপুর গরানখালি দেউলপোতা এলাকার ঘটনা ৷ 12 লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাতদলের ৷ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, বন্দুক দেখিয়ে প্রায় 12 লক্ষ টাকা ও ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ ম্যানেজারের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে তারা ৷
ঘটনার বিবরণ দিতে গিয়েই সমবায় সমিতির ম্যানেজার অপূর্ব দাস বলেন, "এদিন দুপুরে হঠাৎ এক ব্যক্তি হেলমেট পরে ব্যাংকে ঢুকে পড়ে । তখনই ওই ব্যক্তিকে হেলমেট খুলতে বলা হয় । এমতাবস্থায় ওই ব্যক্তি বলে তারা ডাকাত ৷ ব্যাংকে ডাকাতি করতে এসেছে । এরপর আরও তিনজন ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে । তারপর বন্দুক উঁচিয়ে সকলকে হাত উপর করে দাঁড়াতে বলে ।" ম্য়ানেজার আরও জানান, ক্যাশিয়ার কে সিসিটিভির হার্ডডিস্ক কোথায় রয়েছে তা জিজ্ঞাসা করে ডাকাতদলটি। ক্যাশিয়ার তথ্য না-দেওয়ায় তাঁকে মারধর করে। প্রাণ বাঁচাতে ক্যাশিয়ার বাধ্য হয়ে হার্ডডিস্কের ঠিকানা ডাকাতদের বলে দেয়। তারা প্রথমে পুরো হার্ডডিস্ক খুলে নেয় ৷ তারপর প্রায় 12-13 লক্ষ টাকা নিয়ে ব্যাংকের সমস্ত কর্মচারীদের একটি বাথরুমের মধ্যে ঢুকিয়ে দরজা লাগিয়ে চম্পট দেয় । ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে ।