পশ্চিমবঙ্গ

west bengal

ভূমিধস

ETV Bharat / videos

Heavy Rain in Kurseong: টানা বৃষ্টির জেরে বসে গেল রাস্তা, কার্শিয়াংয়ে ভূমিধসের আতঙ্ক

By

Published : May 21, 2023, 7:11 PM IST

টানা বৃষ্টি পাহাড়ে ৷ আর তার জেরেই বসে গেল দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের 12 নম্বর ওয়ার্ডের একাংশ রাস্তা । বৃষ্টির ফলে রাস্তার মাটি বসে যাওয়ায় ভূমিধসের আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, ওই এলাকায় বৃষ্টিতে প্রায় দু'কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । এর ফলে জোশীমঠের ধসের ঘটনা আবারও নাড়া দিচ্ছে পাহাড়বাসীকে । গত শনিবার রাত থেকে কার্শিয়াং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । আর এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে প্রবল ধসের আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে । এদিন কার্শিয়াং পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ভারী বৃষ্টিপাতের কারণে ওই রাস্তার একাংশ বসে যায় ৷ জানা গিয়েছে, ওই দুই কিলোমিটার রাস্তার সমস্ত জায়গাতেই মাটি বসে যায় । যার ফলে রাস্তার উপরে থাকা টাইলসগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে । ওই বিষয়ে ইতিমধ্যে কার্শিয়াং পৌরসভা ও জিটিএ'র পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসীরা । উল্লেখ্য, পাশের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতে আটকে যায় প্রায় 400 জন পর্যটক ৷ তাদের উদ্ধার করেছে সেনা ৷ বৃষ্টির জেরে সমতলের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাহাড় ৷ প্রায়শই দেখা যায় ভূমিধস ৷  

ABOUT THE AUTHOR

...view details