Parichay Gupta: 'পরিচয় গুপ্ত'র রহস্য খুঁজতে বর্ধমান রাজবাড়িতে ইটিভি ভারত - ঋত্বিক চক্রবর্তী
রণ রাজের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত' (Parichay Gupta)। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দর্শনা বণিক (Darshana Banik) প্রমুখ । শুরু হয়েছে শ্যুটিং । বর্ধমান রাজবাড়িতে এ দিন ছবির শ্যুটিং দেখতে হাজির হয় ইটিভি ভারত । দেখা মেলে ছবির কুশীলবদের ৷ বিভিন্ন চরিত্র নিয়ে কী বললেন পরিচালক এবং অভিনেতারা (Ritwick Chakraborty)?
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST