Madhyamik Result: দিনে 6-7 ঘণ্টা পড়ে মাধ্যমিকে তৃতীয় মালদার ইমতিয়াজ - মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
এক থেকে দশের মধ্যে থাকার কথা ভেবেছিল ৷ কিন্তু নাম যে তৃতীয় স্থানেই চলে আসবে, সেকথা ভাবতে পারেনি এবারের মাধ্যমিকের সফল পরীক্ষার্থী মহম্মদ সারওয়ার ইমতিয়াজ ৷ তাই ফলপ্রকাশের পর খানিকটা যেন হতভম্ব হয়ে পড়েছে সে ৷ এবারের মাধ্যমিকে তৃতীয় হওয়ার সুবাদে এই মুহূর্তে তার বাড়িতে শুধুই ফ্ল্যাশের ঝলকানি ৷ খানিকটা যেন অস্বস্তিতেও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই ছাত্রটি ৷ খুশিতে ভরপুর তার শিক্ষক বাবা-মা ৷ বাবা মহম্মদ আনসারুল হক স্থানীয় চণ্ডীপুর হাইস্কুলের শিক্ষক, মা সোয়েমা খাতুন রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ৷ ইমতিয়াজ জানায়, “আমার ধারণা ছিল, মাধ্যমিকে প্রথম দশের মধ্যে থাকব ৷ কিন্তু আমি যে তৃতীয় হব, সেটা ভাবিনি ৷ খুব ভালো লাগছে ৷ দিনে 6-7 ঘণ্টা পড়াশোনা করতাম ৷ সেটাও শেষের দিকে ৷ প্রতিটি বিষয়ে একজন করে গৃহশিক্ষকের কাছে পড়তাম ৷ ইচ্ছে আছে, ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে গবেষণা করব ৷ তবে পদার্থবিদ্যা আমার প্রিয় বিষয় ৷ ছবি আঁকা আমার শখ ৷ মোবাইলে গেম খেলতেও খুব ভালো লাগে ৷ তবে আমার এই সাফল্যের পিছনে বাবা-মার অবদান সবচেয়ে বেশি ৷ পরিবারের অন্যান্য সদস্যরাও আমাকে খুব সহযোগিতা করেছেন ৷ এই আনন্দের দিনে তাঁদের সবার কথা ভীষণ মনে পড়ছে ৷”