Ratha Yatra 2023: জোড়া রথ টানার রীতি আজও অটুট হাওড়ার এই বনেদি বাড়িতে - রথতলায় কুন্ডু চৌধুরীদের রথ
দু’শো বছরের বেশি পুরনো হাওড়া আন্দুল এলাকার রথতলায় কুন্ডু চৌধুরীদের রথ নিয়ে প্রচলিত আছে নানা গল্প । স্বকীয়তা, ঐতিহ্য ও আঙ্গিকে পরিপূর্ণ এই পরিবারের জোড়া রথের ইতিহাস। যা কি না পরম্পরা বজায় রাখার পাশাপাশি অভিনবত্বে পূর্ণ । দু’শো বছরের অধিক সময় ধরে কুন্ডু চৌধুরীদের দুই ভাইয়ের জোড়া রথ আজও রথযাত্রার দিন রাস্তায় বের হয় ।
পারিবারিক কারণে দু'শো সাত বছর আগে সম্পত্তি ভাগাভাগি হয়ে যায় কুন্ডু চৌধুরী বংশের উত্তর পুরুষ দাদা গোকুল ও ভাই রমাকান্তর মধ্যে । সম্পত্তি ভাগ হলেও ভাগ হননি তাঁদের ইষ্ট দেবতা । তাই রথের দিন বড় ছেলে গোকুলের রথে চড়েন শ্রী জগন্নাথদেব ও ছোট ভাই রমাকান্তের তৈরি রথে বিরাজমান থাকেন বংশের কুল দেবতা লক্ষ্মী-জনার্দন । সেই থেকে আজও এভাবেই আন্দুলের রথতলা থেকে রথযাত্রার দিন বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জোড়া রথ বের হয় কুন্ডু চৌধুরী পরিবারের । পূর্বে রথতলা থেকে রথ বেরিয়ে মাসির বাড়ি গেলেও, বর্তমানে সেই স্থান ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার কারণে এখন আর সেখানে না-গিয়ে তালতলা পর্যন্ত যায় দু‘টি রথ ৷ সেখানে দুটি রথ রেখে দেওয়া হয় । এরপর পরিবারের সদস্যদের কোলে চড়েই রথের দিনেই বাড়িতে ফিরে আসেন শ্রী জগন্নাথ দেব ও শ্রী লক্ষ্মী-জনার্দন । আন্দুল পার্শ্ববর্তী দুইল্যা, পুইল্যা, জগাছা-সহ বিভিন্ন জায়গার ভক্তের সমাগম হয় রথের দিনে ৷