Rath Yatra 2022: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর
করোনা অতিমারির (Corona Pandemic) জেরে গত দু'বছর ধরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) ইসকন মন্দিরে (ISKCON Temple) রথযাত্রার উৎসব পালনে ভাটা পড়ে ৷ কিন্তু, এ বার সংক্রমণে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে ৷ তাই শুক্রবার সাড়ম্বরেই পালিত হল রথযাত্রা (Rath Yatra 2022) ৷ তাতে সামিল হতে এ দিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে ৷ মৃদঙ্গ, করতাল বাজিয়ে প্রবল উৎসাহ, উদ্দীপনার সঙ্গে প্রথা মেনে মন্দির থেকে প্রথমে সুদর্শনকে রথে চড়ানো হয় ৷ তারপর একে একে রথে ওঠানো হয় বলভদ্র এবং সুভদ্রাকে ৷ সব শেষে পুরোহিতদের কাঁধে চড়ে রথে ওঠেন জগন্নাথ ৷ ইসকনের এই রথযাত্রাকে কেন্দ্র করে গোটা শহর মেতে ওঠে উৎসবের আমেজে ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST