পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tributes to Ramamohan Rao: প্রয়াত রামোজি গ্রুপের প্রাক্তন অধিকর্তা, বাল্যবন্ধুকে শেষশ্রদ্ধা জানালেন রামোজি রাও - রামমোহন রাও

By

Published : Oct 22, 2022, 10:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

প্রয়াত রামোজি গ্রুপের প্রাক্তন অধিকর্তা রামমোহন রাও । মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর । দীর্ঘদিন ধরে রামোজি গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি (Former MD of Ramoji Group) । রামমোহন রাও রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের বাল্যবন্ধু । এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন রামোজি রাও । উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নায়ডু-সহ একাধিক ব্যক্তিত্ব । দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন রামমোহন রাও । সম্প্রতি অসুস্থতা বাড়ায় ভর্তি করা হয়েছিল হায়দরাবাদের এআইজি হাসপাতালে । সেখানেই শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । রামমোহন রাও'য়ের পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামিকাল সকাল দশটায় জুবিলি হিলসের মহাপ্রস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details